Monday, July 28, 2025

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী গ্রেফতার

আরও পড়ুন

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম সিয়াম সরকার (২২)।

রবিবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্যামপুর মডেল থানার খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোডের মাথায় ছাত্রলীগের দুই কর্মী যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি বাসে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্যামপুর থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়।

আরও পড়ুনঃ  এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের

পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তার সহযোগী রাফসান পালিয়ে যায়। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

গ্রেফতার সিয়াম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে ও রাফসান ছাত্রলীগের কর্মী এবং তারা শ্যামপুর এলাকায় বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং রাফসানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ